মোটরবাইক চালাতে মানতে হবে ৭টি নতুন নিয়ম, না মানলেই বিশাল অঙ্কের জরিমানা

মোটরবাইক চালাতে মানতে হবে ৭টি নতুন নিয়ম, না মানলেই বিশাল অঙ্কের জরিমানা


আইন ভেঙে বেপরোয়া মোটরবাইক চালানোয় দেশে প্রতিদিন বাড়ছে আ'হত ও প্রাণহানির সংখ্যা। সবচেয়ে বেশি তরুণ প্রজন্মের মধ্যে বেপরোয়া মোটরবাইক চালানোর মনোভাব বাড়িয়ে দিচ্ছে দু'র্ঘটনার সংখ্যা। পুলিশ এই বেপরোয়া মোটরবাইক চালানোর রাশ টানলেও সবসময় সম্ভব হচ্ছে না তা নিয়ন্ত্রণ করতে। পুরনো আইনের ফাঁ'ক গলিয়ে অনেকেই বেরিয়ে যাচ্ছে। তা রুখতে এবার ২০২০ দুই চাকার উইস পলিসি আইন আনল কেন্দ্রিয় সরকার। যেখানে আগের অনেক আইন সংশোধন ও পরিমা'র্জন করে আপডেট করা হয়েছে।

১) মা’দক সেবন অবস্থায় গাড়ি চালালে : মা’দক সেবন করে মোটরবাইক চালানোর ক্ষেত্রে আগে ফাইন ছিল ২,০০০ টাকা। বর্তমান আইনে সেটা ২০,০০০ টাকা বাড়ানো হলো। সেই স'ঙ্গে মা’দক সেবন অবস্থায় দু'র্ঘটনা ঘটলে গাড়ির ইন্স্যুরেন্সের দাবিগু'লি বাতিল হয়ে যাব'ে।

২) মোটরবাইক চালানো অবস্থায় ফোনে কথা বললে : মোটরবাইক চালানো অবস্থায় ফোনে কথা বলা খুবই বিপজ্জনক। অধিকাংশ দু'র্ঘটনার পিছনে আছে গাড়ি চালানো অবস্থায় ফোনে কথা বলা। তবে হা'মেশাই এই ভুল করতে দেখা যায় বাইক আরোহীদের। এবার থেকে এই অ’পরাধে ৫,০০০ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি বাতিল হবে মোটর ইন্স্যুরেন্সের সুবিধাগু'লি।

৩) ওভার স্পিডিং বা বিপজ্জনক ভাবে চালালে : ওভার স্পিডিং (খুব জোরে চালালে) করার জন্য মোটরবাইক আরোহীর সাথে পথচারীরাও দু'র্ঘটনার কবলে পড়েন। এবার থেকে এই আইন ভাঙলে ফাইন হবে ২০০০ টাকা।
এবং ওভার স্পিডিং কারণজনিত কেও আ'হত হলে, ইন্স্যুরেন্স প্রোভাইডার বাতিল করতে পারবে। তৃতীয় ব্যক্তির ইন্স্যুরেন্স কভারের সুযোগ সুবিধা।

8) ট্রাফিক সিগন্যাল ভাঙলে : প্রয়োজনে অথবা বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর কারণে অনেকেই ট্রাফিক সিগন্যাল ভাঙেন। এতে প্রায়শই দু'র্ঘটনা ঘটে। এতে বহু মানুষ অকারণে আ'হত বা মা'রা যান। এবার থেকে এই বেপরোয়ায় গাড়ি চালানোতে রাশ টানতে জরিমানা বা ফাইন লাগবে ১০০০ টাকা। তারসাথে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাব'ে।

এছাড়াও, বাইক আরোহীর ইন্স্যুরেন্স কোম্পানি লিখিত ভাবে বাইক আরোহীকে নিয়মভ'ঙ্গকারী চালক হিসাবে চিহ্নিত করে রাখবে এবং ইন্স্যুরেন্স প্রিমিয়াম রেট বাড়িয়ে দিতে পারবে।

৫) হেলমেট ব্যবহার না করলে : হেলমেট ব্যবহার না করলে মোটরবাইক আরোহীকে ১০০০ টাকা ফাইন দিতে হবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্সের সুযোগগু'লি দিতে বাধ্য থাকবে না।


৬) ইন্স্যুরেন্সের না থাকলে : থার্ড পার্টি ভ্যালিড ইন্স্যুরেন্সের কভার থাকতে হবে। ভ্যালিড বাইক ইন্স্যুরেন্সের পলিসি ছাড়া মোটরবাইক চালালে ফাইন দিতে হবে ২০০০ টাকা। যদি আরোহী দু'র্ঘটনার কবলে পড়েন তাহলে মোটর ইন্স্যুরেন্সের ক্লেম রাইজ করতে পারবে না।

৭) দুইজনের বেশি আরোহী চাপালে : দুইজনের বেশি আরোহী চাপালে ফাইন দিতে হবে ২,০০০ টাকা। ইন্স্যুরেন্সের কোম্পানি এক্ষেত্রে ইন্স্যুরেন্সের দাবিগু'লি নাকচ করতে পারবে।


Post a Comment

0 Comments