বীজপুরে কোভিড আক্রান্তের সংখ্যা সেঞ্চুরির পথে, আক্রান্ত হলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
কোভিড আক্রান্ত হলেন কাঁচরাপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শিক্ষক অলোকময় লাহিড়ী। তাঁর বাড়ি কাঁচরাপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে তিনি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। চিকিৎসাও চলছিল। হঠাৎ করে তাঁর জ্বর হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি বৃহস্পতিবার তাঁর লালরাস পরীক্ষার জন্য পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই মঙ্গলবার শহিদ স্মরণে লক্ষী সিনেমা মোড়ে তিনি দলীয় পতাকা উত্তোলন করে কর্মীদের সঙ্গে মিলিত হন। তারপর তিনি বাড়ি ফিরে আসেন। সোমবার তাঁর লালারসের নমুনার রিপোর্ট পজিটিভ আসে।
পুরসভা সূত্রে জানা গেছে, আগামীকাল অর্থাৎ বুধবার তাঁর বাড়ির এলাকায় জীবাণু
নাশক স্প্রে করা হবে। পুরসভা সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত
কাঁচরাপাড়া পুর অঞ্চলে মোট ২৮জনের বেশি মানুষ কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনও পরিকল্পনা ছাড়াই
লকডাউন ঘোষণা করা হয়েছে। তাঁদের আরও অভিযোগ, সোমবার থেকে বাজারহাট,
দোকানপাট বন্ধ থাকলেও জীবাণুনাশক স্প্রে করা হয়নি। তাছাড়া কোনও-কোনও এলাকায়
কতজন মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন কিংবা কতজন মানুষ সুস্থ হয়ে বাড়ি
ফিরেছেন নির্দিষ্ট কোনও তথ্য দিতে ব্যর্থ স্থানীয় পুরপ্রশাসন। তাঁদের আরও
অভিযোগ, পুরসভা চত্বরে দিনদিন বেড়ে চলেছে ধান্দাবাজ ও লুটেরাদের আনাগোনা।
অন্যদিকে হালিশহর পুরসভা সূত্রে জানা গেছে, মঙ্গলবার তিনজন ব্যক্তি কোভিড
আক্রান্ত হয়েছেন। এদিন পর্যন্ত আক্রান্তদের সংখ্যা ৫৪ থেকে বেড়ে দাঁড়ালো ৫৭
হয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে সুস্থতার হার ৭০ শতাংশ। প্রশাসক রাজু
সাহানি বলেন, আমি নিজে প্রতিটি ওয়ার্ডে ভিজিট করছি। কোথাও কোনও ব্যক্তির
সমস্যা থাকলে ওই এলাকায় পুরসভার মেডিকেল টিম পাঠিয়ে দেওয়া হচ্ছে। বন্ধ
বাজারগুলিতে জীবাণুনাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে। এছাড়া পুরসভার কর্মীরা
হ্যান্ড স্যানিটাইজার মেসিন দিয়ে স্প্রে করছেন।
তবুও বলা চলে দুটো পুরসভা মিলিয়ে কোভিডে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরির পথে এগিয়ে চলেছে।
বার্তা ৩৬৫-র নিউজ টিমের প্রতিবেদন।
0 Comments