প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার, আবেদনের পদ্ধতি জেনে নিন
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর রাজ্য সরকারের তরফে। বন দপ্তরে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুসারে ৬ই আগস্ট আবেদনের শেষ তারিখ। বন দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তির ভিত্তিতে একবছরের চুক্তিতে অস্থায়ী বন সহায়ক কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। বেতন ১০,০০০ টাকা। তবে পরে মেয়াদ আরও বাড়ানো হতে পারে এবং বেতনও বাড়তে পারে।
রাজ্যের
আট জেলায় হবে এই নিয়োগ। বন দপ্তরের বি, সি ও ডি গ্রূপে এই নিয়োগ হবে।
বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্য পদের সংখ্যা ১৩,৭২৩। বন দপ্তরের শাখা অফিসেও
এই পদে নিয়োগ হবে। আবেদন করার বিস্তারিত তথ্য জানা যাচ্ছে বন দপ্তরের
অফিসিয়াল সাইটে।
বন দপ্তরের অফিসিয়াল সাইটটি হলো: www.westbengalforest.gov.in
আবেদন কারীর নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং নূন্যতম যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাশ। তপশিলি জাতি ও উপজাতিরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবে।
0 Comments