রাজ্যে ফের একদিনে মৃত্যুর রেকর্ড, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৩
By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ |
রাজ্যে ফের একদিনে মৃত্যুর রেকর্ড, গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত ৫৩ জন| এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ২১ জন করে করোনা আক্রান্তের| অন্যদিকে সোমবার রাজ্যে সুস্থতার হার ৭০ শতাংশ পেরিয়ে গিয়েছে| রাজ্যে মোট করোনাতে মৃত ১৭৩১ জন| একদিনে সংক্রমিত ২৭১৬ জন| রাজ্যে মোট সংক্রমিত ৭৮২৩২ জন|
0 Comments