ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৩ লক্ষ

 ২ দিনে সংক্রমিত প্রায় ৯৮ হাজার, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৩ লক্ষ

রাজ্যগুলির মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন ক্যাবিনেট সচিব।

মধ্যপ্রদশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান কোভিড পজিটিভ। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভি আসার পর শিবরাজ জানিয়েছেন, তিনি সমস্ত বিধিনিষেধ মেনে চলছেন। চিকিত্‍সকদের পরামর্শও নিচ্ছেন। প্রতিদিন যে করোনা পর্যালোচনা বৈঠক হয় তাতে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিচ্ছেন বলেও জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত ও আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্র ও দিল্লিতে। মহারাষ্ট্রে আক্রান্ত ৩ লক্ষ ৩৭ হাজার ৬০৭ জন। মৃত ১২ হাজার ৫৫৬। দিল্লিতে আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৩২৩। মৃত ৩ হাজার ৭১৯। তবে দিল্লিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমছে। দিল্লিতে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩ হাজার ৬৮১। যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। ২৩ জুলাই অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ১৪ হাজার ৯৫৪। ২৪ জুলাই অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ১৪ হাজার ৫৫৪। সে জায়গায় ২৫ জুলাই অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩ হাজার ৬৮১।


By : ABP Ananda

Post a Comment

0 Comments