জলমগ্ন জেঠিয়া ব্যাঙ্কপাড়া : পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষুব্ধ বাসিন্দারা

জলমগ্ন জেঠিয়া ব্যাঙ্কপাড়া : পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষুব্ধ বাসিন্দারা

সাতদিনের সমাচার : ভারী বৃষ্টিতে ফের হাঁটু সমান জল নিয়ে জেরবার জেঠিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ব্যাঙ্ক পাড়া। ফি বছর বর্ষার আগে নিষ্কাশনের আশ্বাস মিললেও সেই জল কিন্তু একই  জায়গায় দাঁড়িয়ে থাকে দশ থেকে বারো দিন। ফলে প্রবল দুর্ভোগে স্থানীয় মানুষজন। নর্দমার সাথে বর্ষার জল মিলেমিশে একাকার হয়ে থাকে, ফলে আশঙ্কা তৈরী হয় রোগব্যাধির, তার উপর কোভিড -১৯ এর চোখ রাঙানি তো রয়েইছে । 
স্থানীয় বাসিন্দা 'সব্যসাচী সরকার' ক্ষোভের সাথে জেঠিয়া পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "বছরের পর বছর আমরা এই নরক যন্ত্রনা সহ্য করে যাচ্ছি, সেই বাম আমল থেকে প্রতিকারের আশ্বাস মিলছে, কিন্তু কাজের কাজ হচ্ছে কই? ভারী বৃষ্টি হলেই বকুলতলা, গোয়ালাপাড়ার একাংশ জলমগ্ন হয়ে যায়, ব্যাঙ্কপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া হাইড্রেন টিকে মাঝে মধ্যে একশো দিনের প্রকল্পের কর্মী দিয়ে পঞ্চায়েত থেকে পরিষ্কার করানো হয়ে থাকলেও ড্রেন বয়ে আসা প্লাস্টিকের ক্যারিব্যাগ, থার্মোকলের থালা বাটি, ড্রেনের মুখে এসে জল প্রবাহিত হতে বাধা দিচ্ছে, এর জন্য দায়ী পঞ্চায়েতের বেহাল নিকাশি ব্যবস্থা!"  
স্থানীয় প্রবীণ নাগরিক প্রতিভাদেবীর বক্তব্য, "বিগত পাঁচ-সাত বছর ধরে এখানকার এই হাল, আমরা পঞ্চায়েত প্রধানের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছিলাম নোংরা জল নিষ্কাশনের জন্য, কিন্তু তিনি সাফ জানান, এই মুহূর্তে তাদের ফান্ড নেই, নভেম্বর মাসে ফান্ড আসলে দ্রুত জমা জল নিকাশির ব্যবস্থা করা হবে।" পঞ্চায়েতের এক কর্তাব্যক্তিও সমাচার সাতদিন'কে একই কথা জানিয়েছেন। সুতরাং এই বর্ষাতেও যে ওই এলাকায় দুর্ভোগ থেকেই যাবে, এটা আর বলার অপেক্ষা রাখে না l


By: সাতদিনের সমাচার

Post a Comment

0 Comments