অগাস্ট মাস থেকেই কমছে নতুন গাড়ি, বাইকের দাম

অগাস্ট মাস থেকেই বেশ কিছুটা সস্তা 'হতে চলেছে গাড়ি এবং বাইক- স্কুটার
কেনার খরচ৷ একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই দাবি
করা হয়েছে৷
বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ-র নতুন নিয়মের ফলেই কমছে নতুন গাড়ি বা
বাইক কেনার খরচ৷ আসলে নতুন গাড়ি বা স্কুটার কেনার সময় যে বিমা করাতে হয়,
তার নিয়মেই কিছু বদল আসছে৷
তদিন নতুন চার চাকার গাড়ি কিনলে তিন বছরের বিমা করা বাধ্যতামূলক ছিল৷ দু’
চাকার যানের ক্ষেত্রে তা ছিল ৫ বছর৷ কিন্তু আইআরডিএ-র নতুন নিয়ম অনুযায়ী,
আগামী ১ অগাস্ট থেকে তিন বা পাঁচ বছরের বিমা'র টাকা গ্রাহকদের একস'ঙ্গে
দিতে হবে না৷ ফলে নতুন গাড়ি বা বাইকের অন রোড প্রাইস অনেকটাই কমবে৷
এবার থেকে গাড়ির ক্ষেত্রে তিন বছরের থার্ড পার্টি ইনস্যুরেন্স বাধ্যতামূলক
করা হয়েছে৷ আর দু’ চাকার যানের ক্ষেত্রে পাঁচ বছরের জন্য থার্ড পার্টি
ইনস্যুরেন্স করাতে হবে
0 Comments