আরও ৪৭ টি চাইনিজ অ্যাপ ব্যান করল ভারত সরকার

এই মুহূর্তের বড় খবরঃ আরও ৪৭ টি চাইনিজ অ্যাপ ব্যান করল ভারত সরকার



হান্ট ডেস্কঃ ৫৯ টি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ (china apps ban) করার পর ভারত (India) সরকার চীনের আরও ৪৭ টি অ্যাপ ব্যান করল। সুত্র অনুযায়ী, ওই ৪৭ টি অ্যাপ আগের ব্যান হওয়া ৫৯ টি অ্যাপের ক্লোন, যদিও এখনো কোন ৪৭ টি অ্যাপ ব্যান করা হয়েছে, সেগুলোর নাম সামনে আসেনি। এছাড়াও এই অ্যাপ গুলোতে নিষেধাজ্ঞা জারি করা নিয়ে সরকারের তরফ থেকে এখনো কোন বয়ান সামনে আসেনি।

সুত্র থেকে জানা যায় যে, চীনের এই অ্যাপ গুলোকে লাগাতার রিভিউ করা হচ্ছে। আর এটাও তদন্ত করা হচ্ছে যে, এই অ্যাপ গুলোর জন্য ফান্ডিং কোথা থেকে আসে? আধিকারিক সুত্র অনুযায়ী, চীনের অনেক অ্যাপ দেশের সুরক্ষার জন্য বিপদজনক। এর সাথে সাথে কিছু অ্যাপ ডেটা শেয়ারিং আর প্রাইভেসি নিয়মের লঙ্ঘন করে।

রিপোর্ট অনুযায়ী, ভারত সরকার এবার অ্যাপের নিয়ম বদলাতে চলেছে। আর নতুন নিয়ম সমস্ত অ্যাপকেই পালন করতে হবে। যদি নতুন নিয়ম পালন না করা হয়, তাহলে সেগুলোকে ব্যান করে দেওয়া হবে। এক বরিষ্ঠ আধিকারিক জানান, সাইবার সিকিউরিটিকে মজবুত করতেই সরকার এই পরিকল্পনা নিয়েছে। সরকারের নতুন গাইডলাইনে বলা হয়েছে য, অ্যাপ গুলোকে কি নিয়ম পালন করতে হবে আর কি না। মোদী সরকার কিছুদিন আগে ৫৯ চাইনিজ অ্যাপ ব্যান করেছিল, আর সেগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় টিকটক অ্যাপ আছে। এছাড়াও আলিবাবার UCWeb এবং UC নিউজ ও ছিল।

Post a Comment

0 Comments