প্রত্যেক দিন ১০ লক্ষ করোনা পরীক্ষা করার লক্ষ্যমাত্রা স্থির করেছি, বললেন প্রধানমন্ত্রী মোদি
সোমবার বিকেলে দিল্লি থেকে আইসিএমআরের হাইটেক ল্যাবরেটরি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা, মুম্বই ও নয়ডায় এই ল্যাব উদ্বোধনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ভার্চুয়াল এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে ও যোগী আদিত্যনাথ।

নয়াদিল্লি: সোমবার বিকেলে
দিল্লি থেকে আইসিএমআরের হাইটেক ল্যাবরেটরি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। কলকাতা, মুম্বই ও নয়ডায় এই ল্যাব উদ্বোধনে প্রধানমন্ত্রী
ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। ভার্চুয়াল এই
অনুষ্ঠানে সামিল হয়েছিলেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়,
উদ্ধব ঠাকরে ও যোগী আদিত্যনাথ। কেন্দ্রের দাবি আইসিএমআরের এই ল্যাবগুলোতে
দিনে অন্তত ১০ হাজার করে টেস্ট করা যাবে। শুধু করোনাই নয়, এইচআইভি, ডেঙ্গির
মতো সংক্রামক রোগেরও পরীক্ষা করা যাবে এই অত্যাধুনিক ল্যাবরেটরিতে।
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়ছে কোটি কোটি দেশবাসী। টেস্ট ল্যাব চালুর ফলে আরও শক্তিশালী হবে সেই লড়াই। মুম্বই, কলকাতা, নয়ডা অর্থনীতির অন্যতম ভিত্তি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রথম থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সে কারণেই ভারতে মৃত্যুর হার তুলনায় অনেক কম।’ নরেন্দ্র মোদি আরও বলেছেন, ‘দেশে সুস্থতার সংখ্যা প্রায় ১০ লক্ষে পৌঁছেছে। শুরুতেই ১৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। দেশে ১১ লক্ষের বেশি আইসোলেশন বেড রয়েছে। দেশে ১৩০০ ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। প্রতিদিন ১০ লক্ষ টেস্ট করার লক্ষ্যমাত্রা স্থির করেছি আমরা।’
ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে মোদি বলেছেন, ‘করোনার বিরুদ্ধে লড়ছে কোটি কোটি দেশবাসী। টেস্ট ল্যাব চালুর ফলে আরও শক্তিশালী হবে সেই লড়াই। মুম্বই, কলকাতা, নয়ডা অর্থনীতির অন্যতম ভিত্তি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রথম থেকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সে কারণেই ভারতে মৃত্যুর হার তুলনায় অনেক কম।’ নরেন্দ্র মোদি আরও বলেছেন, ‘দেশে সুস্থতার সংখ্যা প্রায় ১০ লক্ষে পৌঁছেছে। শুরুতেই ১৫ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। দেশে ১১ লক্ষের বেশি আইসোলেশন বেড রয়েছে। দেশে ১৩০০ ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। প্রতিদিন ১০ লক্ষ টেস্ট করার লক্ষ্যমাত্রা স্থির করেছি আমরা।’
Copied By: এবিপি আনন্দ | 27 Jul 2020 06:52 PM