ভুল শুধরে নিক ভারত, অ্যাপ ব্যান করায় হুঁশিয়ারি দিচ্ছে চিন

ভুল শুধরে নিক ভারত, অ্যাপ ব্যান করায় হুঁশিয়ারি দিচ্ছে চিন

কয়েকদিন আগেই চিনের একগু'চ্ছ অ্যাপ ব্যান করেছে ভারত। প্রথম দফায় ৫৯টি ও পরের দফায় ৪৭টি অ্যাপ ব্যান করা হয়েছে। যার মধ্যে রয়েছে টিক টক, উই চ্যাট সহ একাধিক জনপ্রিয় অ্যাপ। এবার ভারতকে সেইসব অ্যাপ নি'ষি'দ্ধ করার প্রস'ঙ্গে সতর্ক করল চিন।

চিনের তরফ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে ভারতকে। বলা হয়েছে, যাতে এই ব্যান ভারত তুলে নেয়। ভারতের উচিৎ এই ভুল শুধরে নেওয়া, এমনটাই বলা হয়েছে সেই বার্তায়।

চিনা দূতাবাসের মুখপাত্র জি রং বলেন, ভারতের উচিৎ WeChat অ্যাপ ব্যান করে দেওয়া ঠিক নয়। তা তুলে নেওয়া উচিৎ।

জাতীয় সুরক্ষার পক্ষে ক্ষ'তিকারক এই অ'ভিযোগে গত ২৯ জুন টিকটক-সহ ৫৯টি চিনা অ্যাপ নি'ষি'দ্ধ করে দেয় ভারত সরকার। তখনও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল বেজিং। এরপর সোমবার আরও ৪৭টি অ্যাপ নি'ষি'দ্ধ ঘোষণা করেছে নয়াদিল্লি। এই অ্যাপগু'লি মূলত আগের নি'ষি'দ্ধ অ্যাপগু'লির ক্লোন হিসেবে কাজ করছিল। সেগু'লির মধ্যে রয়েছে টিকটক লাইট, হেলো লাইট, শেয়ার ইট লাইট, বিগো লাইভ লাইট, ভিএফওয়াই লাইটের মতো অ্যাপ। দ্বিতীয় দফায় এই সব অ্যাপ নি'ষি'দ্ধ করার পরই কড়া প্রতিক্রিয়া দিল চিন।


এর পাশাপাশি নিজেদের দেশের ব্যবসায়ীদের প্রতিও বার্তা দিয়েছেন জি রং। বলেছেন, ‘‘আমি আশ্বস্ত করতে চাই যে, চিন সরকার প্রতিনিয়ত দেশের ব্যবসায়ীদের আন্তর্জাতিক নিয়মকানুন মেনে ব্যবসা করার কথা বলেছে। তবে ভারতেরও উচিত চিন-সহ বিদেশি বিনিয়োগকারীদের আইনি অধিকার সুরক্ষিত করা।’’ জোর করে বি'ষয়টিতে নয়াদিল্লি হস্ত'ক্ষেপ করেছে বলেও মন্তব্য করেছে চিনা দূতাবাস। পাশাপাশি রং বলেছেন, ‘‘চিনা সংস্থাগু'লির প্রতি এই ধরনের অর্থনৈতিক বিরু'দ্ধাচরণ আদপে ভারতেরই ক্ষ'তি করবে।’’

চিনের তরফ থেকে যে পূর্ণ বিবৃতি:

“We have noted the relevant reports. On June 29, the Indian government banned 59 mobile apps with Chinese background including WeChat, which severely damaged the legitimate rights and interests of Chinese companies. The Chinese side has lodged solemn representation to the Indian side and asked the Indian side to correct its wrongdoings.


want to reiterate that the Chinese government consistently asks Chinese enterprises to abide by international rules and local laws and regulations when conducting external cooperation. The Indian government has the responsibility to protect the legitimate rights and interests of international investors in India, including Chinese businesses, in accordance with market principles. Practical cooperation between China and India is mutually beneficial. Deliberate interference in such cooperation will not serve the interests of the Indian side. China will also take necessary measures to safeguard the legitimate rights and interests of Chinese companies.”

Post a Comment

0 Comments