রাজ্যে লকডাউন চলাকালীন যেসব দিন বন্ধ থাকবে বিমান পরিষেবা, জেনে নিন

রাজ্যে লকডাউন চলাকালীন যেসব দিন বন্ধ থাকবে বিমান পরিষেবা, জেনে নিন


সেই ছয়টি শহরের মধ্যে রয়েছে মুম্বাই, দিল্লি, পুণে, চেন্নাই, আহমেদাবাদ ও নাগপুর। রাজ্য সরকারের তরফে আগস্ট মাসে পুনরায় লক ডাউনের দিনক্ষণ বদল হওয়ার কারনে বিমান বন্দর কতৃপক্ষের তরফে ফের বদলানো হয়েছে বিমান পরিষেবা স্থগিত রাখার দিন। আগে বিমান বন্দর কতৃপক্ষ জানিয়েছিল, ৫ই অাগস্ট, ৮ই অাগস্ট, ১৬ই অাগস্ট, ১৭ই অাগস্ট, ২৩শে অাগস্ট, ২৪শে অাগস্ট, ৩১শে অাগস্ট কোনও বিমান পরিষেবা চালু থাকবে না। তবে রাজ্য সরকার মানুষের ভাবাবেগ ও অনুরোধকে প্রাধান্য দিয়ে লক ডাউনের দিন বদল করায় ফের নতুন তালিকা জানিয়েছে কলকাতা বিমান বন্দর কতৃপক্ষ।

Post a Comment

0 Comments