রাজ্যে লকডাউন চলাকালীন যেসব দিন বন্ধ থাকবে বিমান পরিষেবা, জেনে নিন
করোনা ভাইরাসের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধির ফলে আগস্ট মাস জুড়ে সপ্তাহে দুই দিন লক ডাউন ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। রাজ্যে এই নিয়ে তৃতীয় বার সাপ্তাহিক লক ডাউনের দিনক্ষণ বদল করল রাজ্য সরকার। আর সেই লক ডাউনের দিনগুলি বলা হয়েছে যথাক্রমে আগস্ট মাসের ৫ই আগস্ট, ৮ই আগস্ট, ২০শে আগস্ট, ২১শে আগস্ট ও ২৭শে আগস্ট ও ২৮ ও ৩১শে আগস্ট লক ডাউন জারি থাকবে।
রাজ্য
সরকারের তরফে এবিষয়ে জানান হয়েছে, মানুষের অনুরোধ ও ভাবাবেগকে প্রাধান্য
দিয়েই লক ডাউনের দিন আবার বদলানো হল। আর লক ডাউনে রাজ্যে বন্ধ থাকবে বিমান
পরিষেবা। নতুন তালিকা অনুযায়ী যেসব দিনগুলিতে কলকাতা বিমান বন্দরে বিমান
পরিষেবা বন্ধ থাকছে তা হল ৫ই আগস্ট, ৮ই আগস্ট, ২০শে আগস্ট, ২১শে আগস্ট,
২৭শে আগস্ট, ২৮ ও ৩১শে আগস্ট। গত ১৫ই জুলাই পর্যন্ত দেশের ছয়টি শহর থেকে
কলকাতা বিমান বন্দরে কোনো বিমান অবতরণ করেনি।
0 Comments