টিকা, কড়া কড়া ওষুধ নয়, ঘরে ঘরে উপলব্ধ সহজলভ্য, সাধারণ এই উপাদানই ৯০% ভাইরাস-কণাকে মেরে ফেলতে সক্ষম! তা-ও মাত্র ২৪ ঘণ্টায়। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন একদল রুশ বিজ্ঞানী।
2/5
সম্প্রতি সাইরেবিরয়ার ‘নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অব ভিরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি’-র (VECTOR State Research Center of Virology and Biotechnology in Novosibirsk) একদল বিজ্ঞানী দাবি করেছেন, তাঁরা করোনা ভাইরাসের একটি বিশেষ দুর্বলতার খোঁজ পেয়েছেন। আর সেই বিশেষ দুর্বলতা হল স্রেফ জল!
3/5
রুশ বিজ্ঞানীদের দাবি, কোনও বিশেষ ধরনের জন নয়, সাধারণ জলেই কাবু করোনাভাইরাস! সম্প্রতি রুশ সংবাদমাধ্যম স্পুটনিক-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁরা।
4/5
বিজ্ঞানীরা জানিয়েছেন, ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা জলের সংস্পর্শে এসে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৯০ শতাংশ ভাইরাস-কণা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। আর ৭২ ঘণ্টার মধ্যে প্রায় ৯৯.৯ শতাংশ ভাইরাস-কণা জলের সংস্পর্শে এসে মরে যায়। তাঁদের দাবি, ফুটন্ত জলের সংস্পর্শে এলে করোনাভাইরাস সঙ্গে সঙ্গে এবং সম্পূর্ণ রূপে নষ্ট বা নিশ্চিহ্ন হয়ে যায়।
5/5
0 Comments