দীর্ঘ প্রতীক্ষার অবসান, রাম মন্দিরের ভূমি পূজায় ২৮ বছর পর অনশন তুললেন ঊর্মিলা চতুর্বেদী

দীর্ঘ প্রতীক্ষার অবসান, রাম মন্দিরের ভূমি পূজায় ২৮ বছর পর অনশন তুললেন ঊর্মিলা চতুর্বেদী


ঊর্মিলা দেবীর এই ত্যাগকে শ্রদ্ধা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গত মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ভোপালের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখান থেকেই টুইট করে তিনি বলেন, ‘ভগবান রাম তাঁর ভক্তদের কখনও হতাশ করেন না। সে ত্রেতা যুগের মা শাবরী হোক বা আজকের মা উর্মিলা! মা, ধন্য আপনার শ্রদ্ধা! সমগ্র ভারতবর্ষ আপনাকে সেলাম জানায়! জয় শ্রীরাম!’

Post a Comment

0 Comments